Chinmoy lahiri biography of william
Chinmoy lahiri biography of william
Chinmoy Lahiri ️ राग परिचय!
চিন্ময় লাহিড়ী
আচার্য চিন্ময় লাহিড়ী | |
---|---|
আচার্য চিন্ময় লাহিড়ী | |
জন্ম | (১৯২০-০৩-২০)২০ মার্চ ১৯২০ তাঁতিবন্ধ, পাবনা, ব্রিটিশ ভারত |
মৃত্যু | ১৭ আগস্ট ১৯৮৪(1984-08-17) (বয়স ৬৪) কলকাতা, পশ্চিমবঙ্গ,ভারত |
পেশা | ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী |
কার্যকাল | ১৯৩৫–১৯৮৪ |
আচার্য চিন্ময় লাহিড়ী (ইংরেজি: Acharya Chinmoy Lahiri) (২০ মার্চ, ১৯২০ — ১৭ আগস্ট,১৯৮৪) একজন স্বনামধন্য বাঙালি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী। তিনি বংশপরম্পরায় সঙ্গীতশিল্পী না হয়ে, রেওয়াজের শ্রমে আর তালিমের গুণে যেমন একাধারে বাংলা তথা ভারতের খ্যাতনামা সঙ্গীতশিল্পী হয়েছিলেন, তেমনি বিভিন্ন রাগে ঠুমরি, দাদরা, হোলি, ত্রিবট, চতুরঙ্গ, গীত, ভজন, গজল সহ বাংলা রাগপ্রধান সঙ্গীতের স্রষ্টা ছিলেন।[১]
জন্ম ও প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]চিন্ময় লাহিড়ীর জন্ম ১৯২০ খ্রিস্টাব্দের ২০ মার্চ ব্রিটিশ ভারতের অধুনা বাংলাদেশের পাবনা জেলার সুজানগর উপজেলারতাঁতিবন্ধের জমিদার পরিবারে। পিতা জীবচন্দ্র লাহিড়ী পেশায় ছিলেন ইঞ্জিনিয়ার এবং কর্মসূত্রে থাকতেন লক্ষৌতে। মাতা সরোজবাসিনী দেবী। পড়াশোনা লক্ষৌয়ের বয়েজ অ্